শিরোনাম
দেশবাসী গ্রহণযোগ্য ভোট চায় : হাজী মিলন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:২৭
দেশবাসী গ্রহণযোগ্য ভোট চায় : হাজী মিলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ইলেকট্রনিক (ইভিএম) ভোটের প্রতি জনগণের আস্থা নেই। গ্রহণযোগ্য ভোট চায় দেশবাসী। বর্তমান ইসির প্রতি মানুষের আস্থা নেই। নির্বাচন কমিশন নির্বাচনের পর যে ফলাফল ঘোষণা করেন তার গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


শনিবার বিকেলে পুরান ঢাকার আমলীগোলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।


হাজী মিলন বলেন, ভোটের সময় ভোটকেন্দ্র প্রায় শূন্য দেখা যায়। তাছাড়া একটি ভোট দিতে প্রায় ২০ মিনিট সময় লাগছে। অথচ ফলাফল ঘোষণায় দেখা যায় অনেক ভোটের পার্থক্য নিয়ে ক্ষমতাসীনরা জয়ী হচ্ছেন। এত ভোট কাস্টিং হয় কিভাবে?


তিনি বলেন, ভোটের ফলাফল নিয়েও মানুষ এখন আর আগ্রহ দেখান না। কারণ, জনগণের ধারণা নৌকা প্রতীক পেলেই পাস। দুই-একটি আসন বা এলাকায় ভিন্ন প্রতীক পাস করলে মানুষ আশ্চর্য হয়।


কামাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জাপা নেতা শাখায়াৎ হোসেন মকবুল, মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন আহমেদ ও সাবের হোসেন।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com