মনোমুগ্ধকর রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১২:৪২
মনোমুগ্ধকর রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তাই তো দূর-দূরাত্ব থেকে প্রকৃতিপ্রেমী পর্যটকরা ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। তেমনই একটি নয়নাভিরাম দৃশ্য দেখতে রাঙ্গামাটির আসামবস্তি হয়ে কাপ্তাই যাওয়ার সড়কে ভিড় করেন পর্যটকরা।


রাঙ্গামাটির শহরের আসামবস্তি থেকে কাপ্তাই সড়কটি প্রায় ১৮ কিলোমিটার। এ পুরো সড়কে চোখে পড়বে উঁচু-নিঁচু সবুজে ঘেরা পাহাড় ও নীল জলরাশির কাপ্তাই হ্রদ। সড়কটির একপাশে পাহাড় আর অন্যপাশে কাপ্তাই হ্রদের সৌন্দর্য যে কোনো ভ্রমণ প্রিয় মানুষের মন ছুঁয়ে দিয়ে যায় মুগ্ধতায়।


পাহাড়ের উপর থেকে কাপ্তাই হ্রদের সৌন্দর্য যেমন মন কাড়ে, ঠিক তেমনি অপর পাশে দূরে দাঁড়িয়ে থাকা সবুজে ঘেরা পাহাড়ও মন কাড়বে আপনার।


বর্তমানে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম একটি প্রিয় স্থান হয়ে উঠেছে এই ১৮ কিলোমিটার সড়কটি। তাই এখানে নির্মাণ করা হয়েছে ‘আই লাভ রাঙ্গামাটি’ স্পট। সড়কের বিভিন্ন স্থানে স্থানীয় পাহাড়িদের বাজার ও দোকান আরও বেশি পছন্দের জায়গা করে নিয়েছে পর্যটকদের।


চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক ফরহাদ হোসেন বলেন, ‘আমি রাঙ্গামাটিতে এ প্রথমবার বেড়াতে এসেছি, সবার মুখে এ সড়কের কথা বহুবার শুনেছি তাই এখানে বেড়াতে আসলাম। বেশ ভালো লাগছে এখানের পরিবেশ। উঁচু-নিঁচু রাস্তা, পাহাড় ও কাপ্তাই হ্রদের সুন্দর দৃর্শ বেশ মনোমুগ্ধকর।’

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com