শিরোনাম
২৮ অক্টোবরের এই দিনে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১১:২৫
২৮ অক্টোবরের এই দিনে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেকউল্লেখযোগ্য ঘটনা।ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণে আজকের আয়োজন।


আজ ২৮ অক্টোবর ২০১৮, রোববার, ১৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০১ তম দিন।এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।


ঘটনাবলি


১৪৯২ - ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকুল আবিস্কার করেছিলেন।


১৬৩৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।


১৭২৬ - জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।


১৮৩১ - মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।


১৮৮৬ - নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়।


১৯১৮ - চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।


১৯২০ - অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।


১৯২৯ - ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে।


১৯৪০ - ইতালি গ্রিস আক্রমণ করে।


১৯৪৪ - মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।


১৯৫২ - গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।


১৯৬২ - কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।


১৯৬২ - গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।


১৯৮৯ - ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।


১৯৯১ - পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।


জন্ম


বিল গেটস (১৯৫৫-বর্তমান)


উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন। ১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে "মাইক্রোসফট" নামক কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।


অ্যালান স্মিথ (১৯৮০-বর্তমান)


অ্যালান স্মিথ একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ক্লাব পর্যায়ে নিউক্যাসল ইউনাইটেড ও জাতীয় পর্যায়ে ইংল্যান্ড দলে খেলেন। তার ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি স্ট্রাইকার হিসেবে খেলেছেন। তার সাবেক দল লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড।


মৃত্যু


বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (১৯৫৩-১৯৭১)


মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com