শিরোনাম
২৬ অক্টোবরের এই দিনে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৫
২৬ অক্টোবরের এই দিনে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেকউল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণে আজকের আয়োজন।


আজ ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১১ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৯ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।


ঘটনাবলি


১৭৫৭ - অস্ট্রিয়ান দার্শনিক কার্ল লিওনহার্ড রেইনহোল্ডের জন্ম।


১৮৬৩ - জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।


১৮৯৬ - আবিসিনিয়া ও ইতালি শান্তিচুক্তি করে।


১৯০০ - নিউ ইয়র্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেওয়া হয়।


১৯১২ - টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেওয়া হয়।


১৯২১ - সলোমন পোর্টর হুড লাইবেরিয়ার মন্ত্রী হন।


১৯৪১ - আমেরিকায় সঞ্চয়পত্র বিক্রি শুরু হয়।


১৯৪৭ - ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত হয় ইরাক।


১৯৪৯ - প্রেসিডেন্ট হ্যারি ট্রম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।


১৯৫৫ – ভিলেজ ভয়েসের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।


১৯৬২ - বিটলস `প্লিজ প্লিজ মি` ও `আস্ক মি হোয়াই` রেকর্ড করে।


জন্ম


শেরে বাংলা এ কে ফজলুল হক (১৮৭৩-১৯৬২)


শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা (বাংলার বাঘ) এবং `হক সাহেব` নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্থান করেছেন। তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম।


রিয়াজ (১৯৭২-বর্তমান)


রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একইসঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন।


আন্দ্রে বেলি (১৮৮০-১৯৩৪)


আন্দ্রে বেলি রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক। তিনি একাধারে উপন্যাস, কবিতা ও সাহিত্য সমালোচনা লিখে গেছেন, যদিও আধুনিক কালে তিনি তার উপন্যাস পিটার্সবুর্গ-এর জন্যই অধিক প্রসিদ্ধ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com