শিরোনাম
শোকের মাস আগস্ট পালন করছে পিকেএসএফ
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৭:৩৪
শোকের মাস আগস্ট পালন করছে পিকেএসএফ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শোকের মাস আগস্ট পালন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)।


বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই অবিসংবাদিত নেতার স্মৃতির প্রতি সম্মান জানাতে আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করছেন পিকেএসএফ-এর সকল স্তরের চাকুরেবৃন্দ।


গত ১৫ আগস্ট আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে এ উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে ঢাকার আগারগাঁও ও পীরেরবাগ এলাকার দু'টি এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এ ছাড়া সারাদিন পিকেএসএফ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।


উল্লেখ্য, আগস্ট মাসজুড়ে পিকেএসএফ-এর সকল সহযোগী সংস্থা কালোব্যাজধারণসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com