
অগ্রণী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পরিষদের অফিসার সমিতিতে আলী আজহার ভুইয়াকে সভাপতি ও মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি হাসান সাইদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মো. জিয়াউর রহমানকে সহ-সভাপতি, মো. মমিন মিয়াকে যুগ্ম সম্পাদক-১, মো. জাহাঙ্গীর আলমকে যুগ্ম সম্পাদক-২, পার্থ কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি প্রসঙ্গে মো. জিয়াউর রহমান বলেন, “আমাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, আমার পেশাগত রাজনীতির উৎসাহ গুরু অর্থ-সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ভাই, এনায়েত ভাই, সাজ্জাদ ভাই, হেলাল রাহুল ভাই, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন ভাই, আশিকুর রহমান জনি ভাই, মুকুল মামা, প্রিয় ব্যাচমেট নেতৃবৃন্দ-সহ কেন্দ্রীয় কমিটি, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
বিবার্তা/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net