শিরোনাম
সাত মার্চের ঐতিহাসিক বিশ্বস্বীকৃতি ধরে রাখার আহ্বান
প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৮:৫৪
সাত মার্চের ঐতিহাসিক বিশ্বস্বীকৃতি ধরে রাখার আহ্বান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি শুধু অর্জন করলেই হবে না, তার গুরুত্ব, বিষয়াদি, পটভূমি এবং গোটা জাতি কীভাবে ঐক্যবদ্ধ করেছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরাসহ এ অর্জন ধরে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।


বুধবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।


ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বোয়াফ।


বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি স্বাধীনতাবিরোধী অপশক্তি গোটা জাতির কাছে লুকিয়ে রাখলেও বাঙালি জাতিসত্ত্বার টানে খুঁজে বের করেছে। সবার সামনে তুলে ধরেছে। আওয়ামী লীগ সরকার ঐতিহাসিক এই ভাষণটি বাংলাদেশের জাতীয় ভাষণ হিসেবে ঘোষণা না করলেও ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করেছে।


পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাশিদা হক কনিকা, সহ-সভাপতি ইয়াছিন করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এইচ চৌধুরী, সাংগঠনিক সস্পাদক মোস্তাফিজুর রহমান রাজীব, মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, গাজী সালাউদ্দিন তুহিন, ডেবিট হাওলাদার, জাহিদুর রহমান জাবেদ, আরফান আলী, ইসহাক হোসেন রনি, তোফায়ের আহমেদ, রাকিব সজল, নাঈমুর রহমান ইমন প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com