শিরোনাম
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০১
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। মঙ্গলবার দুপুরে গুলশান দুই নম্বরের জাপানি রেস্তোরাঁ সামদাদোয় এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।


২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে নবগঠিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরই পরিচালনার দায়িত্ব পান শাকিল।


২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (মিডিয়া) দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন শাকিল।


তার জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে। তার বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি।


রাজনীতির পাশাপাশি তিনি কবি হিসেবেও পরিচিত ছিলেন। এবারের বইমেলায় ‘মন খারাপের গাড়ি’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ বের হয়। প্রয়াত শাকিল ও আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।


বিবার্তা/জাকিয়া/যুথি


>>শাকিলের শেষ কবিতা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com