শিরোনাম
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৭:৩৫
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



বুধবার জাতীয় সংসদে লাক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।



প্রধানমন্ত্রী বলেন, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডসহ অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থা মাদক অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সারাদেশে মাদকবিরোধী অভিযান জোরদার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।



তিনি বলেন, যুবসমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাশক্তি থেকে বিরত রাখার লক্ষ্যে ইতোমধ্যে ক্রীড়া পরিদফতর দেশের তৃণমূল পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর ফলে দেশের তৃণমূল থেকে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়।



দেশের প্রতিটি উপজেলায় খেলার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মিত হবে উল্লেখ করে প্রধানমমন্ত্রী বলেন, ইতোমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। মিনি স্টেডিয়াম নির্মিত হলে তৃণমূল পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে। মাদক নির্মূলে সংস্কৃতি, শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



বিশ্ববাজারে মন্দাভাব থাকা সত্ত্বেও আমাদের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ অর্থবছরে যথাক্রমে ১৬.২ বিলিয়ন, ২২.৯২ বিলিয়ন, ২৪.৩ বিলিয়ন, ২৭.০৩ বিলিয়ন, ৩০.১৯ বিলিয়ন, ৩১.২১ বিলিয়ন, এবং ৩৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রফতানি করা হয়েছে। সরকারের রফতানি বান্ধব নীতি সহায়তা ও আর্থিক প্রণোদনা প্রদানসহ নানমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে রফতানি উল্লেখ্যযোগ্য পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হয়েছে।



প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা উন্নতি ও সন্ত্রাস নির্মূল বর্তমান সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জঙ্গিবাদ দমনে পুলিশের নজরদারি ও তৎপরাতা বৃদ্ধি করা হয়েছে। চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের হালনাগাদ তালিকা প্রস্তুত পূর্বক গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।



বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com