শিরোনাম
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বের মডেল: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৪
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বের মডেল: বাণিজ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সময়পযোগী খাদ্যনীতি গ্রহণ ও সঠিকভাবে তা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাদ্যপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মডেল।



ইতালিতে সফররত বাণিজ্যমন্ত্রী রোমে এফএও’র হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জাতিসংঘে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ৭১তম সেশনে ৪র্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে সোমবার রাতে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।



বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বাণিজ্য মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অভ্যন্তরীন খাদ্য চাহিদা পূরণ করে এখন খাদ্য বিদেশে রফতানি করছে।



তোফায়েল আহমেদ বলেন, প্রতিটি দেশের জন্য ফুড সিকিউরিটি এবং নিউটেশন খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। সংগত কারণেই খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকে। মুক্ত বাণিজ্যে সময়পযোগী ট্রেড পলিসি এবং ট্রেড এগ্রিমেন্ট ফুড সিকিউরিটি এবং নিউটেশন-এর জন্য জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফএও-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় গ্রহীত সিদ্ধান্তসমুহ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কৃষি পণ্যের নিউটেশন নিশ্চিত করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রুচিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উৎপাদিত খাদ্যপণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা না হলে বিশ্বখাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে।



সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফএও’র ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো, সিএপিই’র চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা, এবং এফএও’ এডিজি কোসটাস স্টামুলিস। সম্মেলনে প্রায় ২০টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।



বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com