শিরোনাম
তাইওয়ানের নাগরিকের ওপর হামলা, নারীসহ গ্রেফতার ৪
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৬, ১০:৫৬
তাইওয়ানের নাগরিকের ওপর হামলা, নারীসহ গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও আছেন।

 

গ্রেফতাররা হলেন- মো. সাজু মিয়া (২৮), মো. লাজু মিয়া (৩০), মো. এবায়দুল হক স্বপন (২৪) ও হালিমা বেগম।

 

শুক্রবার সকাল ১১টায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনটি রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব সদর দফতরের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

 

মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে প্রথমে সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বাকিদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার সবাই তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনায় সাথে জড়িত বলে জানান রবের ওই কর্মকর্তা।

 

তিনি আরো জানান, তাইওয়ানের নাগরিক ওয়াং মিং চি (৫৪) ও তার স্ত্রী লিও লি হুয়াকে (৫০) গত ১০ বছর ধরে বাংলাদেশে বসবাস করছিল। তারা গাজিপুর জেলার জয়দেবপুর বড়গাছা এলাকায় জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামের একটি পাস্টিক কারখানার মালিক। তাদের কোম্পানিতে সাজু মিয়া, মো. লাজু মিয়া, জাহাঙ্গীর ও মো. এবায়দুল হক স্বপন কর্মচারী হিসেবে কাজ করতেন। সেই সুবাদে বকেয়া পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে ওয়াং মিং চি এর বাসায় কর্মরত হালিমা নামের এক নারীর সহযোগিতায় বিদেশী ওই দম্পতির ওপর হামলা করে আসামিরা। এসময় ৬ লাখ টাকাও লুট করা হয়েছিল বলে জানান তিনি।

 

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় বাসায় ঢুকে তাইওয়ানের নাগরিক ওয়াং মিং চি ও তার স্ত্রী লিও লি হুয়াকের ওপর হামলা চালানো হয়। পরে তাদেরকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের তাইওয়ানে স্থানান্তর করা হয়। তবে এখনো ওয়াং মিং চিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

 

বিবার্তা/ খলিল/জিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com