শিরোনাম
মুক্তিযোদ্ধা আবুল খায়ের আর নেই
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৬:০০
মুক্তিযোদ্ধা আবুল খায়ের আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে রনাঙ্গনের মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের মারা গেছেন। বুধবার সকাল ৮.৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রায় একমাস ধরে এ্পোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মো. আবুল খায়ের। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।


মরহুম মো. আবুল খায়ের-এর ছোটভাই বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি জানান, আজ (বুধবার) বাদ মাগরিব ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামে সামছুল হক সওদাগরের বাড়ীর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে দাফন করা হবে। আবদুল লতিফ জনি তার সদ্য প্রয়াত বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের দাগনভূঁইয়া উপজেলার বারাহি গোবিন্দ গ্রামের মৃত মো. সামছুল হকের ৬ ছেলেমেয়ের মধ্যে ৩য় সন্তান ছিলেন।


বিএনপি মহাসচিবের শোক: এদিকে বিএনপি নেতা আবদুল লতিফ জনির বড় ভাই মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুম মো. আবুল খায়ের দেশকে স্বাধীন করার মহান ব্রত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধ করার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ব্যক্তিজীবনে মরহুম মো. আবুল খায়ের একজন পরহেজগার ও সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে পরিবারের মধ্যে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তাতে আমিও সমব্যথী। আমি মরহুম মো. আবুল খায়ের-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


অপর এক শোকবার্তায় বিএনপির সিনিয়র-যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে অসামান্য অবদানের জন্য জাতি মরহুম মো. আবুল খায়েরকে কোনদিনই ভুলবে না।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com