শিরোনাম
রাস্তায় কাউকে দখল করতে দেয়া হবে না: সাঈদ খোকন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৪৩
রাস্তায় কাউকে দখল করতে দেয়া হবে না: সাঈদ খোকন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, রাস্তায় কাউকে অবৈধ দখল করতে দেয়া হবে না। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।


ফুটপাত দখলমুক্ত রাখার জন্য হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রশাসনকে নির্দেশ দেন মেয়র।


উচ্ছেদ অভিযানের পর গুলিস্তান নগর ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিকেলে উপস্থিত নগরবাসীর সামনে তিনি এ কথা বলেন।


বৃহস্পতিবার দুপুরে ডিএসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুনুর রশিদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গেলে অবৈধ দখলদাররা প্রথম বাধা দেয়।


এর আগে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কে অবস্থান নেয়া হকারদের উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় হকারদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ অভিযান শেষে মেয়র সাঈদ খোকন নগর ভবনের সিঁড়িতে পৌঁছে উপস্থিত জনতার উদ্দেশ্যে উচ্ছেদ নিয়ে কথা বলেন।


সাঈদ খোকন বলেন, এক ইঞ্চি রাস্তা কারও দখলে রাখতে দিব না। শত বাধাকে অতিক্রম করে এই শহরকে বাসযোগ্য করে তুলব। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।


ডিএসসির দেওয়া তথ্যানুযায়ী, গুলিস্তান পাতাল মার্কেট সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া পেলোডার দিয়ে পাতাল মার্কেটের সামনে থেকে ফ্লাইওভারের নিচ পর্যন্ত রাস্তার অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com