শিরোনাম
পদ্মাসেতুর সার্বিক ভৌত অগ্রগতি ৩৬ শতাংশ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:০৬
পদ্মাসেতুর সার্বিক ভৌত অগ্রগতি ৩৬ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩৬ শতাংশ। মূল সেতু নির্মাণ ভৌত অগ্রগতি ২৯ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ। এছাড়াও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি হয়েছে ৭৭শতাংশ।


বুধবার সংসদ ভবনে কাজী কেরামত আলীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৬তম বৈঠকে এ সব তথ্য জানানো হয়।


বৈঠকে জানানো হয় যে, নবম ও ১০ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীনে মোট চারটি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং পদ্মা সেতুসহ অবশিষ্ট মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে।


বৈঠকে আরও জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় কর্তৃক ২০১৬-১৭ অর্থবছর (সেপ্টেম্বর ২০১৬) পর্যন্ত এডিপিভুক্ত ১২৫ টি প্রকল্পের অগ্রগতি হয়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।


বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য কেবল একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার এবং প্রকল্প গ্রহনকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যায় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করার সুপারিশ করা হয়।


কমিটি সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন। সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com