শিরোনাম
‘চিকিৎসকদের আরও মানবিক হতে হবে’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১২:৪৩
‘চিকিৎসকদের আরও মানবিক হতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবখানে চিকিৎসাসেবা পৌঁছাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই আলোকেই আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এজন্য চিকিৎসকদের আরও মানবিক হয়ে কাজ করতে হবে।


বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ইচ্ছে ছিল সবখানে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার স্বাস্থ্যসেবায় নেয়া আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল।


তিনি বলেন, বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, এটা প্রথম আমরা করেছি। আমরা সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করবো।


শেখ হাসিনা বলেন, সরকারী কর্মচারী, পুলিশ তাদের কোনো নির্দিষ্ট হাসপাতাল ছিল না। আমরা এটা করে দিয়েছি। মাতৃত্বকালীন ছুটিও আমরা ছয় মাস করে দিয়েছি।


বর্তমানে নার্সিং ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com