ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ ‌দুর্ঘটনায় নিহত ৪২৭
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:০৬
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ ‌দুর্ঘটনায় নিহত ৪২৭
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিন (৩১ মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত) ৪১৫ টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৯৪ জন।


সোমবার (১৬ জুন) ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতি।


সংগঠনটির তথ্যমতে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫ টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হোন। যার বেশির ভাগই হয়েছে মোটর সাইকেল দুর্ঘটনায়।


সংগঠন জানায়, গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা ২২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যাতে প্রাণহানি ১৬ দশমিক ০৭ আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালকসহ দুর্ঘটনার ৯টি কারণ তুলে ধরেন তারা। এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগেই চারদিন ছুটিসহ ১২টি দাবি তুলে ধরেন তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com