শিরোনাম
‘যথাসময়ে জেএসসি-জেডিসি পরীক্ষা’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১২:০৬
‘যথাসময়ে জেএসসি-জেডিসি পরীক্ষা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যথানিয়মে ও যথাসময়ে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার বেলা ১১ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


এ সময় তিনি বলেন, পরীক্ষা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আমরা প্রস্তুত আছি। ইতিপূর্বেও আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছি। এবারও তার ব্যতিক্রম ঘটবে না।


শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। দয়া করে কেউ মিথ্যা অপপ্রচার চালাবেন না। যারা অপপ্রচার চালাবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর হবো।


প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা সতর্ক আছি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক আছে। পরীক্ষার সময়ে ফেসবুকের উপর বিশেষ নজর রাখা হবে। যারা প্রশ্ন ফাঁস করে তারা দুস্কৃতিকারী।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা মন্ত্রনালয়ের কোন দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com