
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা এমন একটা সমাধানে যাব, যাতে করে দুই দেশই (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) লাভবান হয়। এ বিষয়ে সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হবে তা দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে তিনি মনে করেন।
এর আগে, বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার ট্রাম্প যাদের ওপর শুল্ক আরোপ করেছেন, এর মধ্যে ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারেরাও রয়েছে। ভারতের ওপর ২৭ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]