বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে প্রশাসনে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।


রবিবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


৭৬৪ জন কর্মকর্তার মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।


এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার গত সরকারের আমলে ‘বঞ্চিতদের’ পদোন্নতির সিদ্ধান্ত নেয়।


সেই ধারাবাহিকতায় বঞ্চিত প্রায় দেড় হাজারের বেশি কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আবেদন করেন। যাচাই-বাছাই করে এর মধ্যে থেকে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com