যথেষ্ট পণ্য মজুত, রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯
যথেষ্ট পণ্য মজুত, রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা ও পণ্য মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।


রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা বলেন, এস আলম পালিয়েছে তাও বাজারে তেমন বিপত্তি নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। এটা থেকে বের হওয়ার রাস্তা সহজ হবে না।


এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের সৎ ভাবে উপার্জনের পথ তৈরি করতে হবে, অসৎভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।


সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে। সরকারকে বাজারে লোক দেখানো মনিটরিং বন্ধ করতে হবে।


প্রধান রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারজিস।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com