বিআরএসএর নতুন সভাপতি জামিলুর, মহাসচিব মহিউদ্দীন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৪০
বিআরএসএর নতুন সভাপতি জামিলুর, মহাসচিব মহিউদ্দীন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। একইসঙ্গে সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ।


১১ জানুয়ারি, শনিবার সংগঠনটির নিজ কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, সহ-সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী, সহ-সভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা রেজিস্ট্রার আফসানা বেগম, সহ-সভাপতি-৩ পদে নির্বাচিত হয়েছেন নড়াইলের জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, সহ-সভাপতি-৪ পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি-৫ পদে নির্বাচিত হয়েছেন যশোরের জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব, সহ-সভাপতি-৬ পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লার জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান এবং সহ-সভাপতি-৭ পদে নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুরের সাবরেজিস্ট্রার মো. ওসমান গণি মন্ডল।


সংগঠনটিতে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে চুয়াডাঙ্গা সদরের সাবরেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা, ঢাকার মোহাম্মদপুরের সাবরেজিস্ট্রার মো. শাহিন আলম এবং ডেমরার সাবরেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।


সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইরের সাবরেজিস্ট্রার মো. মামুন বাবর মিরোজ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জের সাবরেজিস্ট্রার মো. আব্দুল বাতেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদরের সাবরেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম।


এছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ পদে চট্টগ্রামের পটিয়ার সাব রেজিস্ট্রার মেসবাহ উদ্দীন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক পদে মাগুরা সদরের সাব রেজিস্ট্রার এস এম আদনান নোমান, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পদে নারায়ণগঞ্জের আড়াইহাজার সাবরেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে নেত্রকোনার কেন্দুয়ার সাবরেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কেরাণীগঞ্জের সাবরেজিস্ট্রার রায়হান মিয়া, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চাঁদপুরের ফরিদগঞ্জের সাবরেজিস্ট্রার মো. আরিফুর রহমান, কল্যাণ সম্পাদক পদে নোয়াখালীর সাবরেজিস্ট্রার এস এম আবু মুছা, দপ্তর সম্পাদক পদে চট্টগ্রামের পাহাড়তলীর সাবরেজিস্ট্রার আলী আজগর, যুগ্ম দপ্তর সম্পাদক পদে টাঙ্গাইলের বাসাইলের সাবরেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে উত্তরার সাবরেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মুন্সীগঞ্জ সিরাজদিখাঁনের সাবরেজিস্ট্রার মকছু মিয়া, সম্পাদক খিদমত পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবরেজিস্ট্রার আজমল হোসেন, যুগ্ম সম্পাদক খিদমত পদে যথাক্রমে গাজীপুরের কালীগঞ্জের সাবরেজিস্ট্রার জাহিদুর রহমান এবং সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীব এবং মহিলা সম্পাদক পদে মির্জাপুরের সাবরেজিস্ট্রার উম্মে সালমা নির্বাচিত হয়েছেন।


সংগঠনটিতে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ কাওসার আহমেদ, অহিদুল ইসলাম, হাফিজা হাকিম রুমা, মোহাম্মদ ইমরুল খোরশেদ, মো. শাহাজাহান আলী, মো. শাহীন আলী, ফয়সাল বিন সালেহ, আসিফ নেওয়াজ, তানিয়া সুলতানা, মো. মশিউর রহমান এবং আব্দুর রহমান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com