সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিত করা হয়েছে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শপথ স্থগিত চেয়ে বুধবার (৮ জানুয়ারি) চিঠি পাঠায় পিএসসি।
পরে পিএসসির অনুরোধের প্রেক্ষিতে নতুন সদস্যদের শপথ স্থগিত করে সুপ্রিমকোর্ট।
পিএসসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ০৯-০১-২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ২ জানুয়ারি নতুন সদস্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, মো. মুনির হোসেন এবং সাব্বির আহমেদ চৌধুরী।
এর আগে আট সদস্য নিয়োগ দেয় সরকার। বর্তমানে পিএসপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানসহ নতুন সদস্য নিয়োগ দেয় সরকার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]