শিরোনাম
আওয়ামী লীগের সম্মেলন: যেসব রাস্তা বন্ধ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১০:২৬
আওয়ামী লীগের সম্মেলন: যেসব রাস্তা বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ থেকে শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের ২০তম সম্মেলন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া জাতীয় সম্মেলন শেষ হবে আগামীকাল রবিবার। সম্মেলনে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও রাস্তায় গাড়ি চলানোর জন্য কিছু দিক নিদের্শনা দিয়েছে। বিবার্তার পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-


ডাইভারশন পয়েন্টসমূহ শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত বিজয় সরণী হয়ে ভিআইপি রোডের সকল গাড়ি রূপসী বাংলা–শাহবাগ-টিএসসি হয়ে ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছে। তবে সকাল ৮টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ না করা পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি প্রবেশ করতে দেয়া হয়নি।

 

সেক্ষেত্রে উত্তরা হয়ে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মহাখালী টার্মিনাল-মগবাজার ফ্লাইওভার-কাকরাইল চার্চ-লেফ্ট টার্ন-রাজমণি ক্রসিং-নাইটিংগেল-রাইট টার্ন-ইউবিএল-জিরোপয়েন্ট-রাইট টার্ন-আব্দুল গণি রোড-হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্ত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে হয়েছে।


মাওয়া থেকে আগত গাড়িসমূহ সদরঘাট, বাবুবাজার-গুলিস্তান-জিরোপয়েন্ট-লেফট টার্ন-আব্দুল গনি রোড-পুরাতন হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর-ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাওয়া যাবে। 

চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ থেকে আসা গাড়িগুলো যাত্রাবাড়ী ও কাঁচপুর হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার-চাঁনখারপুল-দোয়েল চত্বর-বকশী বাজার-ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যেতে হবে।


প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ করার পর ভিআইপি রোড (বিজয় স্বরণী-সোনারগাঁও ক্রসিং-বাংলা মোটর-রুপসী বাংলা-শাহবাগ-টিএসসি-রাইট টার্ন-ঢাকা বিশ্ববিদ্যালয়) দিয়ে গাড়ি চলাচল করছে।


প্রধানমন্ত্রী ভেন্যু হতে প্রস্থান করার সম্ভাব্য দুই ঘণ্টা আগে মৎস্যভবন, কাকরাইল চার্চ থেকে বিজয় সরণী পর্যন্ত রাস্তায় ডাইভারশন চলবে। উল্লিখিত সময়ে কদমফোয়ারা দক্ষিণের গাড়ি ইউবিএল-নাইটিংগেল-কাকরাইল চার্চ-মগবাজার দিয়ে মহাখালী যেতে হবে।


গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি হতে আগত গাড়িসমূহ মিরপুর রোড ব্যবহার করে মানিকমিয়া এভিনিউ-রাসেল স্কয়ার-সাইন্সল্যাব ক্রসিং-নিউমার্কেট ক্রসিং-নীলক্ষেত ক্রসিং–ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং-পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে হবে। 

মানিকমিয়া এভিনিউ থেকে ফার্মগেট অভিমুখে কোনো গাড়ি আসবে না। রাসেল স্কয়ার থেকে পান্থপথ অভিমুখে কোনো গাড়ি যাবে না। সকল গাড়ি নিউমার্কেট-সাইন্স ল্যাবরেটরী-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-জগন্নাথ হল ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিং এ প্রবেশ করবে। অথবা নিউমার্কেট-নীলক্ষেত-ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে। 


কাঁটাবন থেকে কোনো গাড়ি শাহবাগের দিকে আসবে না। কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোনো ধরণের গাড়ি প্রবেশ করবে না।


শাহবাগ হতে মৎস্য ভবন এবং মৎস্যভবন থেকে শাহবাগ অভিমুখে কোনো গাড়ি প্রবেশ করবে না। হাইকোর্ট থেকে দোয়েল চত্বরে গাড়ি প্রবেশ করতে পারবে। কিন্তু দোয়েলচত্বর থেকে হাইকোর্ট ক্রসিংয়ে কোনো গাড়ি যাবে না। ইউবিএল থেকে কোনো গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তা উভয় দিকে বন্ধ থাকবে অর্থাৎ কদমফোয়ারা হতে মৎস্যভবন উভয় দিকে কোনো গাড়ি গমনাগমন করবে না।


কাকরাইল চার্চ হতে কাকরাইল মসজিদ অভিমুখে কোনো গাড়ি আসবে না। কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমীর গ্যাপ, মিন্টুরোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এ সকল স্থান হতে ভিআইপি রোডে কোনো গাড়ি প্রবেশ করবে না। সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে কোনো গাড়ি পার্কিং হবে না। 

যেসব স্থানে পার্কিং করা হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ের সম্মুখের মাঠ সংলগ্ন সকল এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশ (যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে), সংসদ সদস্যবৃন্দের মধ্যে যাদের গাড়ি সম্মেলনস্থলে স্থান সংকুলান করা যাবে না। তাদের গাড়ি রমনা রেস্তোরাঁ এবং ঢাকা ক্লাবের মধ্যে পার্কিং করা হবে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা শহরে যানজট সহনশীল রাখা, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সুশৃঙ্খল ও নিরাপদে অনুষ্ঠিত হওয়ার স্বার্থে নাগরিকদেরকে প্রদত্ত পরামর্শসমূহ প্রতিপালন করার এমন নিদের্শনা দেয়া হয়েছে।

 

এছাড়াও নিদের্শনা মেনে পুলিশকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


বিবার্তা/ খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com