শেখ হাসিনাসহ ৬ জনের নামে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে তদন্তে কমিটি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৪৪
শেখ হাসিনাসহ ৬ জনের নামে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে তদন্তে কমিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ছয়জনের নামে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে তিন সদেস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুইজন হলেন আইনজীবী জসিম উদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। আগামী চার মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


এর আগে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে গত ১১ সেপ্টেম্বর রিট আবেদনটি করেন। রাজউকের প্লট অবৈধভাবে বরাদ্দের বৈধতা নিয়ে করা এই রিটে বিষয়টি তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।


রিট আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রার্থনা করা হয়।


সেদিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান ও নূর মুহাম্মদ আজমী শুনানিতে ছিলেন।


পরে আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন বলেন, রিটের শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদেশের জন্য দিন রেখেছেন। পাশাপাশি তদন্ত কমিটিতে সদস্য করা হতে পারে।


রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান, মো. জিল্লুর রহমান ও ইসমাইল হোসেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com