
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
১ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ বিন মোমেন। এরপর ২০২২ সালের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় তাকে। সে অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ ছিল। তবে সেই মেয়াদের আগেই তিনি বিদায় নিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]