
উপ-পরিচালক থেকে ৯ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ আগস্ট, বুধবার দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপ-পরিচালক মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন, খান মো. মীজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক।
এদের মধ্যে উপ-পরিচালক মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন ও খান মো. মীজানুল ইসলাম দীর্ঘ সময় ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা ছিলেন। জ্যেষ্ঠতার তালিকায় উপরের দিকে থাকলেও বিভিন্ন কারণে ১০ থেকে ১২ বছর ধরে পদোন্নতি পাননি তারা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]