
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে ফের উত্তাল ঢাকা। এবার দ্রোহযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষক-কোটাবিরোধী শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যুক্ত হয়েছেন।
২ আগস্ট, শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান।
জমায়েত থেকে আগামী রোববার প্রেস ক্লাবের সামনে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পূর্বঘোষিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
বিবার্তা/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]