কারফিউ বিরতি
রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, ট্রেন চলাচলের সিদ্ধান্ত আজ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৩:৩২
রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, ট্রেন চলাচলের সিদ্ধান্ত আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারফিউ শিথিল থাকা অবস্থায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়েছে। তবে মেলেনি তেমন যাত্রী।


২৪ জুলাই, বুধবার সকাল থেকে এসব বাস ছেড়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে গেলেও যাত্রীর সংখ্যা ছিল অনেকটাই কম।


বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ফলে এ সময় দূরপাল্লার বাস চলবে বলে জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।


হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের ব্যবস্থাপক মো. আবদুল আলিম জানান, আজ সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুইটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।


ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের সুপারভাইজার মো. শান্ত জানান, সকাল ৬টা থেকে বাস চলছে। যাত্রী অনেকটাই কম নিয়ে বাসগুলো ছেড়েছে। ১০টা পর্যন্ত পাঁচটা বাস ছাড়া হয়েছে।


এদিকে, সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল শুরু হয়েছে; তাতে যাত্রীও ছিল। তবে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।


আর বন্ধ হওয়া যাত্রীবাহী ট্রেন কবে চালু হবে এ বিষয়ে আজ (বুধবার) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।


এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ (বুধবার) ঢাকাসহ ৫ জেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।


আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল করা হয়েছে। এ সময়ের মধ্যে চার ঘণ্টার জন্য খোলা হচ্ছে সরকারি-বেসরকারি অফিস। সেই সঙ্গে খুলছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com