র‍্যাব সদস্যের দুর্নীতির প্রমাণ পেলে সর্বোচ্চ ব্যবস্থা: মহাপরিচালক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:৪৪
র‍্যাব সদস্যের দুর্নীতির প্রমাণ পেলে সর্বোচ্চ ব্যবস্থা: মহাপরিচালক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।


রবিবার (২৩ জুন) র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন ইদানীং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাচ্ছে। কিশোর গ্যাং নিয়ে আমরা জোরালভাবে কাজ করছি। এই তরুণ প্রজন্মকে আমরা কিশোর অপরাধ থেকে মুক্ত করতে চাই। সেদিকেও নজর দিচ্ছি। কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক খুঁজে পেলে তাদের বিরুদ্ধেও আমরা আইনি ব্যবস্থা নিব।’


‘কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে। যে অপরাধ করে, যারা অপরাধ করায় দুজনই অপরাধী।
অপরাধ যে করে ও যে অপরাধ করতে সহযোগিতা করে উভয়কেই আইনের আওতায় আনা হবে।’


তিনি আরও বলেন, ‘অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। অনলাইন গেমের মাধ্যমে জুয়া বন্ধে আমরা কাজ করবো।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com