শিরোনাম
বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৫:২৯
বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।


বৃহস্পতিবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে আইডিবি এর আওতায় নির্মিত কুড়িগ্রাম জেলার পাঁচটি বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।


তিনি বলেন, শিক্ষকদের আরো নিবেদিত ও যত্নবান হতে হবে। যাতে অভিভাবকরা আমাদের উপর আস্থা রাখতে পারে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।


প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবকরা আগ্রহী হচ্ছেন না। এতো প্রচেস্টার পরও কেন এমন হচ্ছে তা গবেষণার বিষয়।


অনেক অভিভাবক প্রাইমারিতে পড়ানোকে কম মর্যাদার মনে করেন বলেও মন্তব্য করেন তিনি।


গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবার ভূমিকা রাখতে হবে। শুধু মন্ত্রণালয় সবকিছু করবে এমনটা নয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।


কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. নুরুল আমিন ভিডিও কনফারেন্সে স্কুলগুলোর উদ্বোধন করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com