শিরোনাম
মারা গেল দুই মাথার সেই শিশু
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৪:৩৭
মারা গেল দুই মাথার সেই শিশু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিভাবকের ফেলে যাওয়া দুই মাথা ও চার হাতের নবজাতক মারা গেছে।


বুধবার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোড়া লাগানো এই জমজ।


জন্মের পরপরই ঢামেকে ফেলে পালিয়ে গিয়েছিলো এই জমজের স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই জমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই জমজের চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড।


ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর ইসলাম জমজ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শিশুটি গত রাতে মারা গেছে। লাশ মর্গে রাখা হয়েছে। যেহেতু শিশুটির পরিচয় আমাদের জানা নেই, সেহেতু লাশ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হবে।


এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে অজ্ঞাত ওই নবজাতককে কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসেন। শিশুটিকে তারা শিশু সার্জারি বিভাগে ভর্তি করে রাত দুইটার দিকে চলে যান। এরপর তারা আর হাসপাতালে আসেননি। নবজাতকের নাম এবং অভিভাবকেরা ভর্তির সময় তাদের নাম উল্লেখ না করায়, তার পরিচয় ‘অজ্ঞাত’ হিসেবে ভর্তি রোগীর তালিকায় লেখা হয়েছিল। শিশুটি কবে, কোথায় জন্মগ্রহণ করেছে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।


শিশুটির দুটি মাথা, চারটি হাত, দুটি পা, একটি পায়ুপথ ও একটি পুরুষাঙ্গ ছিল।


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com