
পঞ্চগড়ের তেঁতুলিয়ার খয়খাট পাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। পরে তাদের লাশ ভারতের ফাঁসিদহ থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দিবাগত গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার খয়খাটা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তীরনই ইউনিয়নের ব্রমোতল এলাকার কিতাব আলীর ছেলে ইয়াসীন ও তেতুঁলিয়া সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুলু মিঞার ছেলে আব্দুল জলিল ।
স্থানীয়রা জানান, কয়েকজন যুবক গভীর রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে । এসময় ভারতের ফকির পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে বাকিরা পালিয়ে আসলেও গুলিবিদ্ধ দুই যুবক ভারতীয় অংশেই পড়ে থাকে ।
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান ।
তিনি জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে । এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
বিবার্তা/বিপ্লব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]