শিরোনাম
‘জয়ের কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখি’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১২:৫০
‘জয়ের কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তার ছেলে সজীব ওজেদ জয়ের প্রশংসা করে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে তথ্য ও গবেষণা উপদেষ্টা সজীব ওয়াজেদ ব্যাপক অবদান রাখছেন। মা হিসেবে তার কৃতিত্বে আমি গর্বিত। জয়ের কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি, আজও শিখছি।


বুধবার সকালে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জয়ের কাছ থেকে আইসিটি সম্পর্কেও অনেক কিছু আমি জেনেছি। গতরাতেও আমি তার কাছ থেকে কিছু বিষয় শিখেছি। প্রতিনিয়তই শিখছি।


তিনি বলেন, ২০০৮ সালে আমাদের নির্বাচনী ইশতিহার ছিল ডিজিটাল বাংলাদেশ গড়া। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা গ্রহণ করি।


তিনি আরও বলেন, আমাদের সাড়ে ৭ বছরের শাসনে আইসিটি খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ইতিমধ্যে দেশের সব জেলায় থ্রি-জি চালু হয়েছে। ২০১৭ সালে ফোর-জি চালু করা হবে।


দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই বলে পুরস্কার আমি পেয়েছি, কিন্তু আমি মনে করি, এ অর্জন বাংলাদেশের।


বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার।


বিবার্তা/জাকিয়া/যুথি



>>ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com