বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: শেখ হাসিনা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:১০
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: শেখ হাসিনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১০ জানুয়ারি, বুধবার বিকেল সাড়ে তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।


বাংলাদেশই আমার পরিবার। বাংলাদেশের জনগণ জানতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। এজন্য ২০০৮ সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করেছে।


বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ আর এক কদমও এগোতে পারেনি। ২০২১ সালে বাংলাদেশ যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছে তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ এগোতে পারতো না।


জনসভা উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পূর্ব পাশে নির্মিত করা হয়েছে বিশাল মঞ্চ। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি প্রমুখ উপস্থিত আছেন।


এর আগে জনসভায় অংশ নিতে বেলা ১২টা থেকে মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com