নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না: পরিকল্পনা সচিব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:২১
নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না: পরিকল্পনা সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেছেন, নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না। চলতি প্রকল্পেরও কোনো সমস্যা হবে না। এসব প্রকল্পে যথাসময়ে অর্থ ছাড় হচ্ছে।


২৩ নভেম্বর, বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয় পরিদর্শনে এসে মতবিনিময় করেন তিনি।


ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাসুম বিল্লাহ। সভা পরিচালনা করেন ডিজেএফবির সাধারণ সম্পাদক সাহনেওয়ার সাইদ শাহিন।


পরিকল্পনা সচিব বলেন, নির্বাচন কমিশন নতুন প্রকল্প গ্রহণ এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে। কিন্তু চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা নেই। আমি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেছি।


তিনি আরও বলেন, গণমাধ্যম সবসময়ই দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। আমরা সবাই দেশের জন্য কাজ করি। হয়ত কাজের ধরনটা ভিন্ন। তবে এই চত্বরে দেড় বছর কাজ করতে গিয়ে দেখেছি এখানকার কোনো সাংবাদিক ব্যক্তি স্বার্থের জন্য আমার কাছে আসেননি। কিংবা পেশার বাইরে কেউ কোনো সদস্যের (সচিব) কাছে গেছেন সেটিও শুনিনি। ডিজেএফবির সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। এটা খুব ভালো লাগে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com