ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৮:৫৯
ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছয় কর্মদিবস টানা পতনের পর গতকাল সোমবারও দিনের প্রথম ভাগে বড় পতন দেখা গিয়েছিল দেশের উভয় পুঁজিবাজারে। তবে শেষ ভাগে পতনের মাত্রা অনেকটা কমে যায় এবং বাজার ইতিবাচক প্রবণতা দেখা যায়। এতে বিনিয়োগকারীরা আশাবাদী ছিল, আজ মঙ্গলবার থেকে বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু শুরুতেই আশা জাগানো পুঁজিবাজার শেষ বেলায় নিরাশ।


দেশের বড় দুই শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষে সূচকের পতন হয়েছে। তবে বাজার দুটিতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ডিএসইতে বাড়লেও কমেছে সিএসইতে।


২১ মে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরু প্রথম ৪৫ মিনিটে ডিএসই এক্স সূচক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজ্র ৪৮৪ পয়েন্টে উঠেছে। এরপর থেকে বাজারটিতে ধীরে ধীরে সূচক কমতে থাকে, যা দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ধারায় ছিল। পরবর্তীতে বাজার নেতিবাচক ধারায় চলে যায়। যা সূচকের পতনে দিনের লেনদেন শেষ হয়।


ফলে ডিএসই এক্স সূচক ২২.৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭১.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৯২৯.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।


এদিন সূচক নেমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭১.১০ পয়েন্টে। অর্থাৎ টানা সাত দিনে ডিএসইএক্স সূচক কমেছে ৩২৫ পয়েন্ট। এর আগে ডিএসইতে গত ১২ মে প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৬৯৬ পয়েন্টে।


ডিএসইতে মঙ্গলবার ১৭ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৩০টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিন (সোমবার) লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ টাকা। এতে করে বাজারটিতে লেনদেন বেড়েছে প্রায় ৩০ কোটি টাকা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৪৬.৮২ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৫৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির কোম্পানির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।


সিএসইতে দিনের লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৭০ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে আজ লেনদেন কমেছে প্রায় ৬৪ কোটি টাকা।


এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে নাম লিখিয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২১ কোটি ২৫ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে এশিয়াটিক ল্যারেটরিজ লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে-বেস্ট হোল্ডিংস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ই-জেনারেশনস লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সী পার্ল বিচ রিসোর্ট এন্ড এস্পা লিমিটেড।


বাজারটিতে লেনদেন শেষে ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com