
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতির জন্য বিপিএলের বাইরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দাবি বেশ পুরোনো। বিসিবি সভাপতি নাজমুল হোসেন বেশ কয়েকবার আশ্বাস দিয়েছেন ভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে সেটি।
২১ মে, মঙ্গলবার বিসিবির টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় এ লিগ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে হবে ২৯ ম্যাচের ‘জাতীয় লিগ টি-টোয়েন্টি’। টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে। দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে।
আলোচনা শেষে বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের প্রধান মিনহাজুল আবেদীন নান্নু বলেন, জাতীয় লিগ এবার ১৫ অক্টোবর শুরু হবে। তারপর জাতীয় লিগের দলগুলো নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তাবনা বোর্ডে দেওয়া হয়েছে। বোর্ডের অনুমোদন সাপেক্ষে টুর্নামেন্টটি হবে। এত দিন ধরে যেভাবে হয়ে আসছিল, নির্বাচক প্যানেলই ৮টি দল বাছাই করবে। অনেকগুলো প্রস্তাবনা এসেছিল। সভায় সবাই সম্মতি দিয়েছে। এখন আমরা বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি।
তিনি আরো বলেন, অনেকদিন ধরে কিন্তু চিন্তা করা হচ্ছিল, স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় কিনা। যেহেতু বিপিএল একটা হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে বিদেশি ক্রিকেটাররা থাকে৷ তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টুর্নামেন্ট জরুরি ছিল। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনসিএলের ৮টি দল নিয়েই ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। এখানে ১২৮ থেকে ১৩০ জন ক্রিকেটার সুযোগ পাবে এবং এই সংস্করণে যে ঘাটতিগুলো আছে তা পূরণের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]