সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে আপস নয়
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৯:০১
সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে আপস নয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একটি শান্তিপূর্ণ, ন্যায়সংগত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আমরা আপস করতে পারি না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মো‌মেন ব‌লে‌ছেন।


২১ মে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশে সহিংসতা, চরমপন্থা প্রতিরোধ: স্নাতক এবং স্থায়িত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তি‌নি।


পররাষ্ট্রসচিব বলেন, দীর্ঘায়িত রোহিঙ্গা মানবিক পরিস্থিতি থেকে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে একটি টেকসই সমাধান খুঁজে বের করা অমীমাংসিত রয়েছে। তাই আমরা অবশ্যই আত্মতৃপ্তি বোধ করব না যে সহিংস চরমপন্থা সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে।


তিনি আরো বলেন, আমাদের অবশ্যই সহিংসতা, চরমপন্থার ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে ভবিষ্যৎ উৎসগুলোর প্রতি সংবেদনশীল থাকতে হবে। এ ছাড়া আমরা সহিংস চরমপন্থার শিকড় উপড়ে দেওয়ার জন্য যুবক, নারী, ধর্মীয় নেতাদের জড়িত করার জন্য কার্যকর উপায় তৈরি করতে সক্ষম হয়েছি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com