রংপুর-৬ আসনেও মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ২৩:০২
রংপুর-৬ আসনেও মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের পর রংপুর-৬ আসনেও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১৯ নভেম্বর, রবিবার তার পক্ষে ফরম সংগ্রহ করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল)।


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) আমাদের নেত্রীর পক্ষে রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এর আগে শনিবার (১৮ নভেম্বর) শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।


জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি এবং শনিবার ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com