জাতীয়
ক্ষমতার চেয়ে আমার কাছে দেশের মানুষের স্বার্থ বড়: প্রধানমন্ত্রী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৪:৪৩
ক্ষমতার চেয়ে আমার কাছে দেশের মানুষের স্বার্থ বড়: প্রধানমন্ত্রী
নরসিংদী প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়। যদি ক্ষমতাই বড় হতো তাহলে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করে ক্ষমতায় আসতে পারতাম। কিন্তু আমি গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।


১২ নভেম্বর, রবিবার দুপুরে নরসিংদীতে এশিয়ার অন্যতম বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করা হয়। সেসময় একটা অফার এসেছিল। কিন্তু আমি বলেছিলাম দেশের মানুষের জন্য ৫০ বছরের গ্যাস রেখে তারপর যদি থাকে তাহলে দেবো। আমেরিকার রাষ্ট্রপতিকে আমি গ্যাস না দিলেও খালেদা জিয়া গ্যাস দিবে বলে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে। তখন আমেরিকার রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বাহবা দিয়েছিল। আমার দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসবে বঙ্গবন্ধুর কন্যা সেটা আমি চাই না। আমার কাছে ক্ষমতা বড় নয়। দেশের মানুষ ও দেশ বড়।’


কারণ দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে- এমন দৈন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। আমার কাছে ক্ষমতা বড় না। কিন্তু খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে গিয়েছিলেন।


সরকারপ্রধান বলেন, আমাদের নির্বাচনে (২০০১ সালের) হারানোর জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই। আমার দেশেরও কিছু জ্ঞানী-গুণী মুরব্বী তারাও উঠে-পড়ে লাগলেন যে, কীভাবে আওয়ামী লীগকে নির্বাচনে হারানো যায়। আমাদের নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারেনি। তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়েছিল। সেইভাবে বলতে গেলে অনেকটা জোড় করেই আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।


শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এসে কী করেছে? যেখানে আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছিলাম, বিনিয়োগ বাড়িয়েছিলাম। সেখানে তারা সেটিকে ধীরে ধীরে কমাতে শুরু করে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com