জাতীয়
মালয়েশিয়ায় মাটি ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:২৪
মালয়েশিয়ায় মাটি ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত
মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে নিহত তিন প্রবাসী বাংলাদেশির লাশের পরিচয় শনাক্ত হয়েছে।


নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল (৩১), শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২০)।


বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছিল মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।


তারা কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।


প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির অদূরে একটি নির্মাণস্থলে শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।


অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে পরবর্তী পদক্ষেপের জন্য নিহত তিন বাংলাদেশির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


নিহত তিনজনই চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বলে জানা গেছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com