দ্বিতীয় দিনে রাজধানীতে ঢিলেঢালা অবরোধ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:৫৯
দ্বিতীয় দিনে রাজধানীতে ঢিলেঢালা অবরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় স্বাভাবিক ভাবেই সড়কগুলোতে চলছে যানবাহন।


টানা তিন দিনের এই কর্মসূচির প্রথম দিনে ৯টি জায়গায় সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও ১২৫ জন আহতের খবর পাওয়া গেলেও আজ দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীর সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত ঢাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সড়কে সকাল থেকেই গণপরিবহন চলাচল বেড়েছে গত কালের চেয়ে। অবরোধের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।


এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com