অবরোধে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৪২
অবরোধে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক
পুলিশি নিরাপত্তায় রাজধানীর বাংলামোটরে গণপরিবহন চলাচল স্বাভাবিক। -ছবি মাসুম বিল্লা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ, সোমবার (৩১ অক্টোবর)। সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া মানুষদের মেট্রোরেলসহ গণপরিবহনে চড়তে দেখা গেছে।


যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন গন্তব্যের বাসগুলোকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিস টাইম হওয়ায় প্রত্যেকটা বাস যাত্রীপূর্ণ। এছাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাও চলাচল করছে।


অন্যদিকে, অলিগলিতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে।


সকালের পর থেকে মার্কেট, বিপণি বিতান ও ফুটপাতের দোকানপাট ধীরে ধীরে খুলছে।


কোনো রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি এখনও। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা আবিদ হাসান বলেন, বিএনপির মহাসমাবেশ ও হরতালের দিন গণপরিবহন সংকট ছিল। ভেবেছিলাম আজকেও বাস পাওয়া যাবে না। তবে আজকে পর্যাপ্ত বাস রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com