কাউখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাইদ
প্রকাশ : ২১ মে ২০২৪, ২০:২২
কাউখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাইদ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাইদ মিঞা মনু ঘোড়া প্রতীকে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


২১ মে, মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, আবু সাইদ মিঞার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৪ ভোট এবং বিশ্বজিৎ পাল আনারস প্রতীক ৫ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।


এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মৃদুল আহমেদ চশমা প্রতীকে ১০ হাজার ১০৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল বরন ঘোষ ৬৫৪৭ ভোট পেয়েছেন।


এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফাতেমা ইয়সমিন হাঁস প্রতীকে ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি জেপি’র সিমা আক্তার বাই-সাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট।


কাউখালী উপজেলা নির্বাচনে মোট ৩৩টি ভোট কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ৪৬১ জন।


বিবার্তা/রবিন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com