সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর অব্যাহতি এনবিআরের
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:২৪
সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর অব্যাহতি এনবিআরের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সঞ্চয়পত্রের মুনাফাসহ তিনখাতের আয়ের ওপর কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক এস.আর.ও জারি মাধ্যমে অব্যাহতি দেয়া হয়েছে। সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎস কর কর্তণ হার ছিল ১০২ শতাংশ ।


অন্য দুই কর অব্যাহতির খাতের মধ্যে রয়েছে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে পাওয়া মুনাফা (১০২%) ও রপ্তানির বিপরীতে পাওয়া নগদ ভর্তূকি (১১২%)।


এনবিআরের ওই এস.আর.ও তে বলা হয়েছে, এ তিন উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে উৎসে কেটে নেয়া করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করা হবে এবং উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোন কর পরিশোধ করতে হবে না।


সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা ও রফতানির বিপরীতে পাওয়া নগদ ভর্তুকির উপর সকল করদাতাকে অব্যাহতি দেয়া হলেও সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে কর অব্যাহতি পাবে নতুন আয়কর আইনের ১৬৬ (২) ধারা অনুযায়ী রিটার্ন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত করদাতারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com