আরো কমেছে রিজার্ভ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:৩১
আরো কমেছে রিজার্ভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের (বিপিএম৬) পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে নিজেদের পদ্ধতিতেও হিসাব প্রকাশ করেছে তারা।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হিসাবমতে, গত সপ্তাহের তুলনায় বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আরও কমেছে।


বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার (১৬ আগস্ট) তারিখ থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আইএমএফের হিসাব মতে, বর্তমানে দেশের খরচ করার মতো রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩১১ কোটি ৪০ লাখ ডলার।


যা এক সপ্তাহ আগে ছিল ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩২৬ কোটি ডলারের কিছু বেশি। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ১৫ কোটি ডলার কমেছে।


এদিন আইএমএফের পদ্ধতির পাশপাশি নিজেদের পদ্ধতিতেও হিসাবও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে দেশে রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৩৮ কোটি ২২ লাখ ৮০ হাজার ডলার। যা গত সপ্তাহে ছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলার।


আইএমএফের হিসাব অনুযায়ী, দেশে সর্বশেষ যে রিজার্ভ (২৩ দশমিক ১১ বিলিয়ন ডলার) রয়েছে তা দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে গত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।


বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে গত মাসের (জুলাই) মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ ব্যাংক এ পদ্ধতিতে হিসাব প্রকাশ করছে।


এর আগে গত জুনে আইএমএফের বিপি এম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের গণনা পদ্ধতি অনুযায়ী ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার। এরই মধ্যে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি বাংলাদেশ পেয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com