২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৬
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৮:০৭
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।


২৩ জুলাই, রবিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৫১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২২ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।


এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com