হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:২৬
হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা।


বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে এই অসন্তোষ জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।


সামাজিক মাধ্যম থেকে রাজনীতির মাঠ হিরো আলম এখন দেশের মানুষের মুখেমুখে। সবশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মার খেয়ে আবারও খবরের শিরোনাম তিনি। তাই উদ্বেগ জানিয়ে টুইট করেন ঢাকার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। একই প্রতিক্রিয়া জানায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।


তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রতিক্রিয়া নয়, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা। সেই টুইট নিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি দেশে না থাকায় তার প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট।


রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তাকে অসন্তোষের কথা জানানো হয়। পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। আর মন্ত্রী বলেন, উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।


তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে নারাজ জাতিসংঘের প্রতিনিধি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com