নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবো: ডিএমপি কমিশনার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৪:৩৪
নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবো: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমি একশভাগ গ্যারান্টি দিলাম আপনারা ১৭ তারিখের নির্বাচনটা দেখেন। আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কি না? যদি না পান তখন বইলেন ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাবো।’


৪ জুলাই, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা -১৭ আসনের উপ- নির্বাচনের উপলক্ষ্যে কমিশন আয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সভা শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।


তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে পুলিশের একশভাগ নিরপেক্ষতা থাকবে।


গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।


তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেয়া হবে৷ পাশাপাশি ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।


খন্দকার গোলাম ফারুক বলেন,‘আমরা নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটা স্বচ্ছ অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আইন - শৃঙ্খলা বাহিনীর যা যা করনীয় আমরা তাই করবো। নির্বাচন কমিশন যে ধরণের স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। আমরা সেই নির্বাচনের জন্য আমাদের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।’


ভোট জনগণের ওপর প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের ওপর নির্ভর করে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন,‘কেন্দ্রের বাইরে আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাতে সম্মানিত ভোটাররা সুষ্ঠুভাবে কেন্দ্রে যেতে পারে ভোট দেয়ার জন্য সেইটুক আমরা নিশ্চিত করবো।’


খন্দকার গোলাম ফারুক বলেন,‘আমি দেখি আইন- শৃঙ্খলা। আইন -শৃঙ্খলায় দেখার জন্য ধনী-গরিব কথা নাই। সকল এলাকায় আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা বিবেচনা করবো কোথায় ঝুঁকি বেশি কোথায় ঝুঁকি কম। আজকে নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ডেকেছিলেন। নিজেই আমন্ত্রণ করেছিলেন। আমরা আসছি। ঢাকা ১৭ আসনের উপ- নির্বাচন। আমাদের ডিএমপির সক্ষমতা আছে এই ধরণের ছোট্ট একটা আসনে নির্বাচন করার মতন। আমাদের যথেষ্ট ফোর্স আছে। দক্ষতা আছে।’


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com