রপ্তানি আয়ে ৫০ পয়সা বাড়ল ডলারের দাম
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৮:৫২
রপ্তানি আয়ে ৫০ পয়সা বাড়ল ডলারের দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল ৫০ পয়সা। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে ১০৭ টাকা ৫০ পয়সা পাবেন। প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দর যা ছিল তা-ই থাকবে, অর্থাৎ ১০৮ টাকা ৫০ পয়সা। এছাড়া আন্তব্যাংক দর হবে সর্বোচ্চ ১০৯ টাকা।


২৬ জুন, সোমবার বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।


২০২২ সালের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ অবস্থা তৈরি হয়। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ ব্যাংক।


গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এ দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com